জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তার হওয়া আসামি। ছবি : ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার আন্ধারিঝাড় বাজারে অভিযান চালিয়ে মুড়ির বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আজ শনিবার (১৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁদের কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশায় থাকা মুড়ির বস্তার ভেতর থেকে দুটি পোঁটলায় ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাঁরা হলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পাভেল হোসেন (২৫) ও পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের তারা মিয়া (২৩)।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।