কুড়িগ্রামে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ অভিযান চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল ২৫ জুন (মঙ্গলবার) বিকেলে অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার আসামির নাম শামীম (২৯)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ জানায়, পুলিশের একটি দল ২৫ জুন বিকেলে ভূরুঙ্গামারী থানার বাসস্ট্যান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় পরিবহনের সময় ৫৮৫ বোতল ফেনসিডিলসহ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।