ভূরুঙ্গামারী থানায় উদ্ধার কিশোরী। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার পুলিশ ওই এলাকা থেকে নিখোঁজ এক কিশোরীকে ঢাকার গাবতলী থেকে উদ্ধার করেছে। তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৮ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানাধীন বারুইটারী গ্রামের মেয়ে ময়না (ছদ্মনাম) (১৪) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে সকলের অজান্তে বাইরে চলে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সে বাড়িতে ফিরে না এলে তার পরিবার বসতবাড়ির আশপাশসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ভূরুঙ্গামারী থানায় একটি ডায়েরি করে।

এ জিডির পরিপ্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভিকটিমের সাথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে অনুসন্ধান ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভিকটিমকে ঢাকার গাবতলী এলাকা থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

পরে ভিকটিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে তার বাবা-মায়ের ওপর অভিমান করে ঢাকায় চলে যায়। ভিকটিমকে ভূরুঙ্গামারী থানার নারী ও শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে তার বাবার জিম্মায় করা হয় এবং অভিভাবকদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, আমরা বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা থেকে নিখোঁজ হওয়া ভিকটিমদের বিভিন্ন জেলা থেকে সফলতার সাথে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসছি। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যহত থাকবে।