ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ

ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

আজ বুধবার বেলা তিনটার দিকে কেএমপির হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞার কার্যালয়ে কেএমপির খানজাহান আলী থানা-পুলিশে গণধর্ষণ মামলার আসামি দ্রুততম সময়ে গ্রেফতার এবং গোয়েন্দা পুলিশের অভিযানে ২ লাখ ৮২ হাজার টাকার কথিত জাল নোটসহ তিনজন আসামিকে গ্রেপ্তারের স্বীকৃতি হিসেবে কেএমপির গোয়েন্দা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার বি.এম নুরুজ্জামান বিপিএম; পুলিশ পরিদর্শক তপন কুমার সিংহ এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসসহ তাঁদের টিমকে অর্থ পুরস্কার প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমদ।