ভালুকা থানায় গ্রেপ্তার ডাকাতেরা ও উদ্ধার করা সরঞ্জাম। ছবি: বাংলাদেশ পুলিশ।

ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

১৭ অক্টোবর দিবাগত রাত আড়াইটার সময় ভালুকা থানা-পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই থানাধীন মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। সেখানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। পুলিশের টিম হাতেনাতে ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ডাতাকেরা হলেন মো. মাজহারুল ইসলাম (৪৫), আফজাল মিয়া (২৯), রিফাত মিয়া সরদার (২৫), নাজমুল হক(২৮), মো. রিয়াদ মিয়া (৪৫), রুবেল মিয়া (২৫), মো. শামীম (২৫), সোলাইমান (২৮) এবং মো. শামীম (৩৪)।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি, ১টি লোহার তৈরি রামদা, ১টি স্টিলের চাপাতি, ১টি কাঠের বাঁটযুক্ত লোহার ছোরা, ১টি কাটার, প্লাস্টিকের রশি ৩ টুকরা, ৩টি লোহার রড এবং ২টি সাদা স্কচ টেপ ।

গ্রেপ্তার ডাকাতেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানান এবং তাঁরা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেন।

তাঁদের বিরূদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করার পর আদালতে পাঠানো হয়।