পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ময়মনসিংহ জেলার ভালুকা থানার চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের ছেলে মো. আনিস ও আলম।

জানা গেছে, ১৯৯৫ সালে ভালুকা থানাধীন চান্দরাটি গ্রামের মুনীরুদ্দিন ফকিরের ছেলে কালু ফকিরের সাথে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আনিস ও আলম তাঁকে হত্যা করেন।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা হলে তাঁরা পালিয়ে যান।

দীর্ঘ ২৮ বছর পলাতক থাকার পর আজ ২ জুলাই তাঁরা ভালুকা মডেল থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন।

সকাল সাড়ে ১০টার সময় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভালুকা থানাধীন মাহমুদপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুই সহোদরকে গ্রেপ্তার করে।

আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।