অবৈধ ভার্চুয়াল কারেন্সি লেনদেনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

ডিএমপি জানায়, গত রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকা থেকে আসামি মো. আমিনুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে ভার্চুয়াল কারেন্সি লেনদেনের কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপকমিশনার মনিরুল ইসলাম পিপিএম (সেবা) জানান, পশ্চিম রাজাবাজার এলাকার একটি বাসায় অনুমোদনবিহীন অবৈধ ভার্চুয়াল কারেন্সি ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন করছে কয়েক জন ব্যক্তি, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাবাবাদে আসামি জানান, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অবৈধ জুয়া পরিচালনার জন্য ভার্চুয়াল কারেন্সি আদান-প্রদান করতেন। দেশ-বিদেশের বিভিন্ন এজেন্টের কাছ থেকে কারেন্সি সংগ্রহ করে দেশব্যাপী অনলাইন জুয়াড়িদের সরবরাহ করতেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে আসামির বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।