ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বোলার হিসেবে বিবেচিত হন জেমস অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ১৯.২৩ গড়ে। এ বছরও এখন পর্যন্ত ২০.৯৬ গড়ে ৩০ উইকেট নিয়েছেন ৩৯ বছর বয়সী পেসার। ফর্মের তুঙ্গে থাকা অ্যান্ডারসন নাকি ভারতের বিপক্ষে সিরিজ শেষে অবসর নেবেন! এমনটাই মনে করছেন জিমির সাবেক সতীর্থ স্টিভ হার্মিসন। খবর প্রথম আলোর।

টকস্পোর্টকে হার্মিসন বলেছেন, ‘আমার কেন জানি মনে হয়, ওল্ড ট্রাফোর্ডে জিমি অ্যান্ডারসন অবসর নেবে। আগেও বলেছি, এ গ্রীষ্মের শেষেই অবসর নিতে পারে সে।’

হার্মিসন বলছেন, অ্যাশেজ নিয়ে অনিশ্চয়তার কারণেই ভারতের বিপক্ষে বিদায় বলতে পারেন অ্যান্ডারসন, ‘আমার মনে হয় না অ্যাশেজ হবে। অ্যাশেজ হলেও আগের মতো করে হবে না। মনে হয়, জিমি এসব দেখে বলবে, ‘ওভালে যদি ভালো বোলিং করি। এরপর ওল্ড ট্রাফোর্ড বাকি থাকবে। আমার বর্ণিল ক্যারিয়ারের শেষটা এর চেয়ে ভালো কীভাবে হতে পারে, যখন আমার নামে হওয়া প্রান্ত থেকে বোলিং করেই আমি বিরাট কোহলিকে আউট করতে পারছি! আর মাস ছয়েকের মাঝে তো অ্যাশেজও নেই!’

নিজে অ্যান্ডারসন হলে এর চেয়ে ভালোভাবে শেষ করার উপলক্ষ আর পেতেন না বলেই মনে করেন হার্মিসন।