ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। খবর প্রথম আলোর।

ওই ব্যক্তি কেরালা রাজ্যের বাসিন্দা। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বৃহস্পতিবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল।

বীণা জর্জ বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তি প্রাথমিকভাবে কাদের সংস্পর্শে এসেছেন তা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তাঁর বাবা, মা, একজন ট্যাক্সিচালক ও একজন অটোরিকশাচালক রয়েছেন। এ ছাড়া ট্যাক্সি ও অটোরিকশায় তাঁর পাশে বসা আরও ১১ যাত্রী আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বলে জানা গেছে।