ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধনবাদে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দেশটির এক কর্মকর্তা বলেন, বর্তমানে মৃতের সংখ্যা ১৪ এবং ১১ জন চিকিৎসাধীন। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে ১০ জন নারী ও তিনটি শিশু রয়েছে।

ধনবাদের উপকমিশনার সন্দীপ কুমার বলেন, ভবনের ভেতর থেকে ৮-১০ জনকে উদ্ধার করা হয়, যাঁরা মারাত্মক দগ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি জোড়াপতক এলাকার একটি ১৩তলা ভবন। রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকাটি বেশ জনবহুল।