ভারতের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রাজস্থানের বারমার জেলায় ২৮ জুলাই (বৃহস্পতিবার) রাতে দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুই আসনের ওই মিগ-২১ যুদ্ধবিমানটি সন্ধ্যায় প্রশিক্ষণের জন্য রাজস্থানের উটারলাই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে রাত ৯টা ১০ মিনিটে ভিমদা গ্রামে এটি বিধ্বস্ত হয়।

বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনায় আহত হয়ে যুদ্ধবিমানটির দুই পাইলট মারা গেছেন।