প্রতীকী ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে একটি কয়লাখনির ছাদ ধসে অন্তত চার শ্রমিক নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১০টার দিকে মানচেরিয়াল জেলার শ্রীরামপুরে দুর্ঘটনাটি ঘটে।

খনি প্রকল্পটি পরিচালনা করছে রাষ্ট্রমালিকানাধীন সিঙ্গারেনি কোলিয়ারি কোম্পানি লিমিটেড (এসসিসিএল)।

পুলিশ জানিয়েছে, ছয়জন শ্রমিক খনির ২৫ তলায় গেলে ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে বড় বড় পাথরের নিচে চার শ্রমিক চাপা পড়ে নিহত হন। খবর পেয়ে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। অনেকেই খনিতে আটকে গেছেন। তাঁদের উদ্ধারে কাজ চলছে।

এসসিসিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীধর জানিয়েছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।