জাতীয় দলের ওপেনার লিটন দাস। ছবি: সংগৃহীত

সফরকারী ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন ওপেনার লিটন দাস।

কুচকির ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় লিটনকে অধিনায়ক করা হয়। খবর বাসসের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন লিটন এবং নেতৃত্ব দেওয়ার সব গুণাবলী তাঁর মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন,‘তার মধ্যে ক্রিকেটীয় দূরদৃষ্টি আছে এবং খেলাটি খুব ভালোভাবে বুঝতে পারে। অধিকাংশ গুরুত্বপূর্ণ সিরিজের আগে তামিমকে হারানোটা অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে তাঁর নেতৃত্বে গত দুই বছরে দল বেশ ভালো ক্রিকেট খেলেছে এবং এই ফরম্যাটে সে আমাদের দলের একজন ভালো খেলোয়াড়। আমরা তাঁকে মিস করব, তবে আমরা মনে করি অধিনায়ক হিসেবে লিটনের ভালো করার মতো সবকিছুই আছে।’