ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়কপথে আখাউড়া হয়ে নিজ দেশে গেছেন। খবর দেশ রূপান্তরের।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো।

আখাউড়া আগরতলা রেললাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাইকমিশনার বলেছেন, অর্থ পরিশোধ জটিলতায় এই মুহূর্তে কাজ বন্ধ থাকলে কম সময়ের মধ্যেই কাজ আবার শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে বিএসএফের বাধা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাইকমিশনার বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হচ্ছে। সীমান্তের কাঁটাতারের আরও কিছু বিষয়ে শিগগিরই ভালো সিদ্ধান্ত আসবে বলে আশা করি।

আখাউড়া চেকপোস্টে ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।