গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের দুই সদস্য। ছবি : নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা আদায় চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীর মাইজদী শহরে দীর্ঘদিন ধরে একটি চক্র সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। অনেক সময় নির্জন কক্ষে ডেকে নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কিংবা পরিবারের সদস্যদের কাছে পাঠানোর হুমকি দিয়ে টাকা দাবি করে চক্রের সদস্যরা। একজন ভুক্তভোগী প্রতিকার চেয়ে নোয়াখালীর পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন।

পুলিশ সুপারের নির্দেশে সুধারাম থানা-পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে সত্যতা পেলে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। মামলার ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত দুই নারীকে বৃহস্পতিবার (২৮ জুলাই) মাইজদী শহরের হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মোবাইলে ধারণ করা কয়েকজনের অশ্লীল ভিডিও জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৫/৬ বছর ধরে তাঁরা কয়েকজন মিলে মানুষের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।