ডেভিড অ্যামেস। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এমপি ডেভিড অ্যামেসকে (৬৯) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন সোমালিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আলী হারাবি আলীকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার (১৭ অক্টোবর) হোয়াইট হলের কর্মকর্তারা এমন তথ্য নিশ্চিত করেছেন।

১৫ অক্টোবর এমপি অ্যামেসকে ছুরিকাঘাতে হত্যার সময় ঘটনাস্থল থেকে ছুরিসহ ঘাতক আলীকে আটক করে পুলিশ।

লন্ডন পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজন খুনিকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে। আলীকে আটক করে প্রথমে এসেক্সে রাখা হয়েছিল, পরে তাঁকে লন্ডনে স্থানান্তর করা হয়েছে।

খুনের ঘটনায় শনিবার প্রশাসনের কর্মকর্তারা তিনটি জায়গায় তল্লাশি চালিয়েছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

ডেভিড অ্যামেস কনজারভেটিভ পার্টির হয়ে চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন।

যুক্তরাজ্যে গত পাঁচ বছরে ডেভিড অ্যামেসসহ দুজন এমপি হামলায় নিহত হলেন। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করা হয়।