আটক ২ টিকিট কালোবাজারি।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৪৫টি টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেল পুলিশ। বুধবার (১২ অক্টোবর) দুপুরে তাঁদের প্ল্যাটফর্ম থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে টিকিটের পাশাপাশি ১৮ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়। খবর জাগো নিউজের।

আটকেরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলার মৃত সোলায়মানের ছেলে মো. সারোয়ার (২৩) ও উত্তর মৌড়াইল এলাকার ইনু মিয়া ছেলে জুয়েল মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট কালোবাজারির সময় তিতাস কমিউটার ট্রেনের ৪৫টি টিকিট ও ১৮ হাজার ৬৮০ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।