ব্রাজিলের নৈসর্গিক পেট্রো পলিস নগরীতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে।

এদিকে পার্শ্ববর্তী আরেকটি অঞ্চলে প্রচণ্ড ঝড়ের আঘাতে আরও দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বাসসের।

উদ্ধারকর্মীরা ও স্থানীয়রা তাঁদের নিখোঁজ আত্মীয়স্বজনের খোঁজে পেট্রো পলিসের পার্বত্য এলাকায় ধসে পড়া কাদামাটি ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি ও খনন অভিযান অব্যাহত রেখেছে।

কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা যে হারে দ্রুত বাড়ছে, তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, তা ধারণা করা যাচ্ছে না। ধ্বংসস্তূপের মধ্যে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৮ শিশু রয়েছে।