রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. দুলাল সরদারকে হত্যার অভিযোগে করা মামলায় কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ।
গত বুধবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বাড্ডা থানাধীন ডিআইটি প্রজেক্টের ৯ নম্বর রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আকরাম খান (৪৫) বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বাড্ডা থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই সকালে বাড্ডা থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির সামনের সড়কে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী দুলাল। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে দুলাল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গত ২ অক্টোবর বাড্ডা থানায় হত্যা মামলা করা হয়।
মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি আকরামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।