জব্দ করা মালামাল। ছবি : ডিএমপি

বৈদেশিক মুদ্রা বিক্রির নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ টাকা, ১০০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং বান্ডেলের মধ্যে থাকা একটি হুইল সাবান জব্দ করা হয়।

ডিএমপি জানায়, মঙ্গলবার (৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকা থেকে আসামি লিটন শিকদার ও নেছা খালাসিকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, গত ১৭ জুন মো. কবির নামের এক ব্যক্তি অভিযোগ করেন, বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে একটি চক্র তাঁর কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে সর্বস্ব নিয়ে পালিয়ে যেতেন।

আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।