বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি: চাঁদপুর নৌ পুলিশ

চাঁদপুরের বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্র জানায়, ওই ফাড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রোববার মতলব উত্তর থনাধীন বাবুবাজারের পাশে মালুপাড়া এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। ওই কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।