বেনাপোলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

মাদক ও চোরাচালানমুক্ত যশোর জেলা গঠন করার লক্ষ্যে বেনাপোল পোর্ট থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার দুটি পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালায়।

পোর্ট থানা-পুলিশের একটি টিম গতকাল সকাল ৬টার সময় নতুন থানা ভবনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ আসামি মো. জাকির হোসেনকে (৫১) গ্রেপ্তার করে।

এর আগে ভোর ৪টা ২০ মিনিটে পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পলাতক এজাহারনামীয় আসামি মো. জাহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মো. জাহিদুলের বিরুদ্ধে ৭টি মাদক মামলা চলমান।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।