বেনাপোলে ফেনসিডিলসহ গ্ৰেপ্তার একজন। ছবি: যশোর জেলা পুলিশ

যশোরের বেনাপোলে ১৬০ বোতল ফেনসিডিলসহ হেলাল উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। রোববার রাত নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএমের দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানার ওসি মো. মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল রোববার রাত নয়টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের ভেতর (পূর্ব পার্শ্বে) থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। হেলাল বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামের মাহতাফ মোড়লের ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।