গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলার করিম বেনজেমার উদযাপন। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল পিএসজি। কিন্তু ফিরতি লেগে করিম বেনজেমার দুর্দান্ত হাটট্রিকে ভেঙেছে মেসি-নেইমার-এমবাপ্পেদের স্বপ্ন।

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলের দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুরুতে অবশ্য আগ্রাসী ছিল পিএসজি। অষ্টম ও ত্রয়োদশ মিনিটে দুবার রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তুয়া। তবে ৩৯ মিনিটে দারুণ গোলে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকেরা ৬১তম মিনিটে বেনজেমার গোলে সমতা আনে। এরপর ৭৬ ও ৭৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। শেষ দিকে মেসি-এমবাপ্পেরা চেষ্টা করেও গোল করতে পারেননি।