দেশজুড়ে গরমে হাঁসফাঁস অবস্থা। এদিকে শ্রাবণের প্রথম দিনেও আকাশে বৃষ্টির আভাস নিয়ে নেই কোনো মেঘের উপস্থিতি। পেজা সাদা মেঘগুলো যেন শরতের কথা বলতে চায়। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা আরও দুদিন চলতে পারে। সোমবার থেকে মিলতে পারে বৃষ্টির দেখা। সেই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে স্বস্তি। খবর বাসসের।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দুদিন অব্যাহত থাকতে পারে। ১৮ জুলাইয়ের পর থেকে সারা দেশে তাপমাত্রা কমতে পারে। সে সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দুদিন চলতে পারে। এই দুদিন সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান দাবদাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।