ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচটি মিরপুরের শেরেবাংলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টায়।

বৃষ্টির বাগড়ার কারণে টস করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স মধ্যকার ম্যাচটি। খবর সমকালের।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুদলই পেল একটি করে পয়েন্ট।

শুক্রবার দিনের শুরু থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। রাজধানীর মিরপুর এলাকাতেও দেখা যায় একই দৃশ্য। ফলে মাঠকর্মীরা পিচ ঢেকে রাখেন। বৃষ্টির কারণে টস করার সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা। এরপর বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করার পরও আবহাওয়ার কোনো উন্নতি না ঘটলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।