এক অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যের হাতে উপহার তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) নোয়াখালী পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার বশির আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব পিপিএম, নোয়াখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড্যান্ট মোজাম্মেল হক মিলন।
নোয়াখালী পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।