জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস সিভিক সেন্টারে আয়োজিত এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার) পিপিএম (বার)। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেনস) মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার), চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, আরআরএফ চট্টগ্রাম ইউনিটের কমান্ড্যান্ট (এসপি) এম এ মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

মহান মুক্তিযুদ্ধের স্মুতিচারণা করেন সাতকানিয়া উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি ও হাটহাজারী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম।

অনুষ্ঠানে জেলা, মহানগর, পুলিশ ও নৌ কমান্ডের বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও মহানগরীর বীর মুক্তিযোদ্ধাগণ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল-মাসুমসহ জেলা পুলিশের বিভিন্ন পদবির অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।