বাস থেকে উদ্ধার করা ইয়াবা। ছবি: বাংলাদেশ পুলিশ।

বি-বাড়িয়া এক্সপ্রেসে ইয়াবা বহনকালে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম- মো. রুবেল মিয়া। তিনি ওই বাসটির চালক। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, শুক্রবার (১৭ জুন) কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বি-বাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে কতিপয় মাদক কারবারি ইয়াবা নিয়ে ঢাকার দিকে আসছেন মর্মে তথ্য পাওয়া যায়। । এ  তথ্যের  ভিত্তিতে  মতিঝিল  থানার উত্তর কমলাপুর  হোটেল স্টার সিটির সামনে অবস্থান নিয়ে সঙ্গীয় ফোর্সসহ বাসের অপেক্ষা করা হয়।

বিকাল সাড়ে ৪টায় বি-বাড়িয়া এক্সপ্রেস পরিবহনের বাসটি এসে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাসের চালক রুবেল পালানোর চেষ্টা করেন। তখন রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পরে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে  ৪ হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়। আর মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ব ১৫–৪০৭১ জব্দ করা হয়।