বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শনিবার কুড়িগ্রামে আলোচনা সভায় বক্তব্য দেন এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে শনিবার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়েছে।

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালির পর আলোচনা সভা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. হামিদুল হক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও পৌরসভা মেয়র মো. কাজিউল ইসলাম।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোনাক্কা আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন খামারি, পশু চিকিৎসক, মাঠপর্যায়ের কর্মকর্তা, কর্মচারীসহ চিত্রাংকন প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।