প্রতীকী ছবি

মশাবাহিত রোগ ম্যালেরিয়া প্রতিরোধে বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
১০০ বছরের বেশি সময় ধরে চেষ্টার পর ম্যালেরিয়ার কার্যকর টিকা তৈরি হয়েছে। খবর সমকালের।

প্রতিবেদনে বলা হয়, ম্যালেরিয়ার কার্যকর টিকা তৈরির বিষয়টি চিকিৎসাশাস্ত্রের বড় অর্জন। বিশ্বের অন্যতম পুরোনো ও মশাবাহিত এই সংক্রামক রোগে প্রতিবছর পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়। এদের বেশির ভাগই সাব-সাহারা আফ্রিকার।
গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তৈরি করা আরটিএস,এস নামের এই টিকা শুধু ম্যলেরিয়া নয়, যেকোনো পরজীবীঘটিত রোগের বিরুদ্ধে মানুষের তৈরি করা প্রথম কার্যকর টিকা।

ম্যালেরিয়া মানুষের শরীরে পৌঁছায় স্ত্রী-অ্যানোফিলিস মশার মাধ্যমে। আরটিএস,এস টিকা শিশুদের শরীরে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।
গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তৈরি এই টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে ৬ বছর আগে। এরপর ঘানা, কেনিয়া ও মালাউয়িতে এর পরীক্ষামূলক প্রয়োগেও সফলতা আসে।

সাব-সাহারা আফ্রিকার মতো যেসব এলাকায় ম্যালেরিয়ার মাঝারি থেকে উচ্চ প্রকোপ দেখা যায়, সেখানে এই টিকা প্রয়োগ করা উচিত বলে জানিয়েছে ডব্লিউএইচও।