বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশে করোনার সংক্রমণ ছড়াতে শুরু করে। ২০২০ সালের একেবারে গোড়ায় তা বিশ্বজুড়ে ছড়াতে শুরু করে। এরপর দুই বছরে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়াল।

করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুসারে, বাংলাদেশ সময় ৮ জানুয়ারি (শনিবার) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে মোট ৩০ কোটি ৩৮ লাখের বেশি মানুষের। তাঁদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৫৫ লাখ মানুষের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৫ কোটি ৮৩ লাখের বেশি মানুষ।

ওয়োর্ল্ডোমিটারসের তথ্য বলছে, গত ৭ জানুয়ারি বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ২৭ লাখের বেশি মানুষের। এই ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৯৮ জনের। যুক্তরাষ্ট্রে ৭ জানুয়ারি প্রায় সাড়ে ৮ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এদিন করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৫ জনের। এদিকে ভারতে ওই ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার নতুন রোগী। এই সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের।