যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি ভেঙে বেরিয়ে আসার জন্য ক্ষমা চাইলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘আগের প্রশাসনের এই পদক্ষেপের জন্য প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত।’

গতকাল সোমবার (১ নভেম্বর) গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর সমকালের।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, ক্ষমা চাওয়া উচিত নয়; তবু আমি ক্ষমা চাইব। কারণ, ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে আমাদের পেছনে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক এবং অর্থনৈতিক দায়িত্ব।’

জলবায়ু বিপর্যয় এড়ানোর আহ্বানের মধ্য দিয়ে রোববার গ্লাসগোতে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। সেখানে তারা পৃথিবীর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় নিয়ে আলোচনা করবেন।