বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রধান পিত্তেরি তালাস।

ইউরোপসহ বিশ্বজুড়ে চলমান ভয়াবহ দাবদাহ ২০৬০ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএমওর প্রধান পিত্তেরি তালাস বলেন, যেসব দেশ বায়ুমণ্ডলে বেশি পরিমাণে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড নির্গমন করছে, তাদের উচিত হবে বর্তমানের এই ভয়াবহ তাপপ্রবাহকে একটি আগাম সতর্কসংকেত হিসেবে নেওয়া। তিনি বলেন, মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে চলমান দাবদাহের এমন প্রবণতা আরও তীব্র ও নিয়মিত ব্যাপার হয়ে যেতে পারে। মাঝেমধ্যে এমন দাবদাহ আরও তীব্রতর হয়ে দেখা দিতে পারে।

কার্বন নির্গমনের জন্য বেশি দায়ী এশিয়ার কয়েকটি দেশ যদি এখনই এই ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণে না আনে, তবে ২০৬০ সালে হয়তো মানবজাতি এর চেয়েও ভয়াবহতা দেখতে পাবে বলে মন্তব্য করেন পিত্তেরি তালাস।