আবদুল গাফ্ফার চৌধুরী

বর্ষীয়ান লেখক, বরেণ্য সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট, সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায় আইজিপি বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি আমাদের মহান ভাষা আন্দোলনের স্মৃতিমাখা কালজয়ী গান ’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ রচনা করেছেন, যার মধ্য দিয়ে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। দীর্ঘদিন ধরে প্রবাসে জীবনযাপন করলেও এ দেশের মাটি ও মানুষের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ। প্রবাস থেকে তিনি দেশের বিভিন্ন পত্রিকায় মুক্তিযুদ্ধ, রাজনীতি, সমাজনীতি ও সমকালীন নানা প্রসঙ্গে নিয়মিত প্রবন্ধ/কলাম লিখতেন। সাংবাদিকতায় তিনি অনন্য অবদান রেখেছেন। সাহিত্যেও তাঁর উপস্থিতি ছিল আলোকোজ্জ্বল। তাঁর মৃত্যুতে আমরা এক নক্ষত্রকে হারালাম।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।