বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ইয়াবাসহ গ্রেপ্তার দুই যাত্রী। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ২৬ হাজার ইয়াবা বড়িসহ দুই যাত্রী গ্রেপ্তার হয়েছে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় ঢাকা রেলওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ২৮ অক্টোবর তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই যাত্রী হলো মো. রফিক আলম (৩০) ও মনির হোসেন (২৫)। তাদের কাছ থেকে ২৬ হাজার ৬৩৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক দাম ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ২৮ অক্টোবর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামলে তার থেকে রফিক ও মনির নামে। একটি ট্রলি ব্যাগসহ তাদের সন্দেহজনকভাবে প্ল্যাটফরমে অবস্থান করতে দেখে ঢাকা রেলওয়ে জেলা ডিবি পুলিশ বিমানবন্দরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায়, তাদের ট্রলিব্যাগে ইয়াবা আছে। পরে ট্রলিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটে ১৩৯টি জিপারের মধ্যে ২৬ হাজার ৬৩৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।