এপিবিএনের হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিমানবন্দর ইউনিটের অভিযানে ৬টি স্বর্ণের বার (৬৯৬ গ্রাম), ২৯৬ গ্রাম স্বর্ণালংকার, তিনটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ ও মোবাইল ফোন। ছবি : বাংলাদেশ পুলিশ

শুক্রবার (৪ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামিকে এসব মালামালসহ গ্রেপ্তার করা হয়।

আসামি হোসাইন মাহমুদের (২৯) বাড়ি ফেনীর দাগনভূঞা থানা এলাকায়।

উদ্ধার করা ল্যাপটপ। ছবি : বাংলাদেশ পুলিশ

এপিবিএন জানায়, উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এসব স্বর্ণের আনুমানিক দাম ৬৯ লাখ টাকা এবং ল্যাপটপ ও ফোনের দাম দুই লাখ ৬০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।