ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপ জব্দ করেছে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ। ছবি: ডিএমপি

রাজধানীর শাহবাগ থানা ও কদমতলী থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পৃথক অভিযানে মো. ইয়ারুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জসিম উদ্দিন ও মো. সাঈদ হুসাইনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শাহবাগ থানার সেগুনবাগিচার সজন টাওয়ারে অভিযান চালিয়ে ইয়ারুল ও মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৯৮ হাজার ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপ জব্দ করা হয়।

তিনি বলেন, অপর এক অভিযানে বেলা ৩টার দিকে কদমতলী থানার দক্ষিণ নুরপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে জসিম ও সাঈদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩ লাখ ৩২ হাজার ২০০টি ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপ জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানা ও কদমতলী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।