নিঝুমদ্বীপ নৌ ফাঁড়ির অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: নৌ পুলিশ

নোয়াখালীর নিঝুমদ্বীপ নৌ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ঠেলাজাল উদ্ধার হয়েছে।

জেলার হাতিয়া থানাধীন নিঝুমদ্বীপের দামারচরের পূর্ব পাশে মেঘনা নদীর বিভিন্ন শাখায় রোববার অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য সাড়ে ৮২ হাজার টাকা) এবং আনুমানিক ৬৫টি ঠেলা জাল (যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কারেন্ট জাল ও ঠেলা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।