বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্য দেশের গণমাধ্যমগুলো ‘অতি উৎসাহী হয়ে ও ফলাও করে’ প্রচার করে বলে মন্তব্য করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রোববার ঢাকায় এক অনুষ্ঠানে ২০২৩ সালের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করতে গিয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘সবাই স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। নির্ভরযোগ্য ও স্বচ্ছভাবে ভোট গণনা হতে হবে এবং পরিশেষে, এর মানে হলো বিশ্বাসযোগ্য ফল সব দলই মেনে নেবে, যারা ভোটে জিততে পারেনি, তারাসহ।’

এর দুদিনের মাথায় আজ মঙ্গলবার সিলেটে যুক্তরাজ্যের হাইকমিশনারের মন্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতদের খবর দেশের মিডিয়া অতি উৎসাহী হয়ে ফলাও করে প্রচার করে; যা দুঃখজনক। তাঁদের দেশে আমাদের রাষ্ট্রদূতদের কোনো বিষয়ে সাংবাদিকেরা প্রশ্নই করে না। এসব অভ্যাস বন্ধ করা উচিত।’ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মন্ত্রী দুপুরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করেন এবং পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন।