ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

কৃষকদের তীব্র আন্দোলনের মুখে বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর দ্য ডেইলটি স্টারের।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন উদযাপন উপলক্ষে এ ঘোষণা দেন তিনি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘হয়তো আমাদের তপস্যায় কিছু ঘাটতি ছিল, যে কারণে আমরা কিছুসংখ্যক কৃষককে আইনটি সম্পর্কে বোঝাতে পারিনি। কিন্তু আজ প্রকাশপর্ব, কাউকে দোষারোপ করার সময় নয়। আজ আমি দেশবাসীর উদ্দেশে বলতে চাই, আমরা ৩টি কৃষি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি যা করেছি, তা কৃষকদের জন্য। আমি যা করছি, তা দেশের জন্য।’

প্রসঙ্গত, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের হাজার হাজার কৃষক এই তিনটি আইন প্রত্যাহারের দাবিতে ২০২০ সালের নভেম্বর থেকে দিল্লির বাইরে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন। দেশটির সরকার ও কৃষকদের মধ্যে কয়েক দফা আলোচনা, সংসদ ও সুপ্রিম কোর্টে শুনানির পরও আন্দোলন থামেনি।