সভায় বক্তব্য দেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বিপিএম-বার। ছবি : বিএমপি

বরিশালের ৩২ ও ৩৩ নম্বর বিট এলাকার ২৩ নম্বর ওয়ার্ড বিসিসি, দারগাবাড়ি-সংলগ্ন আল আকসা মসজিদ প্রাঙ্গণে কোতোয়ালি মডেল থানা জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল দেওয়া এক পোস্টে এ খবর জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বিপিএম-বার।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও সমাজের সুশাসন, শৃঙ্খলা রক্ষায় বিট এলাকায় ওয়ারেন্টধারী, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া চুরি, ছিনতাই ও মাদক বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা শারমিন সুলতানা রাখী।
এ ছাড়া সংশ্লিষ্ট বিট অফিসারসহ অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।