গ্রেপ্তারকৃতের কাছে উদ্ধারকৃত সরঞ্জাম। ছবি: ডিএমপি নিউজ

‘কানাডার সিটিজেন, সুন্দরী, বিধবা, পরহেজগার পাত্রীর জন্য বয়স্ক পাত্র চাই’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বয়স্ক লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম শামিমা রহমান খান ওরফে মোছাম্মৎ সোনিয়া পারভীন ওরফে সীমা।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম ডিএমপি নিউজকে জানান, গ্রেপ্তারকৃত শামীমা রহমান খান ২০২২ সালের ২৮ নভেম্বর থেকে এই বছরের ২৭ মে পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে বিয়ের উপহার, গয়না, কেনাকাটা, কাবিননামার খরচ, ভিসা প্রসেসিং, টিকিট খরচ, হোটেল বুকিং ইত্যাদি খরচ দেখিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

ওসি বলেন, সেই মামলার সূত্র ধরে শনিবার রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁ থেকে শামিমা রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগীর দেওয়া একটি স্বর্ণের নেকলেস, ১ জোড়া স্বর্ণের কানের দুল ও ভিকটিমের একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শামিমা রহমান খান ওরফে সোনিয়া পারভীন সীমাকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি মুহাম্মদ মাসুদ আলম।