নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। তিনি বলেন, সাধারণ জনগণের নিরাপত্তার বিষয় চিন্তা করে পুলিশ সর্তক অবস্থানে আছে এবং টহল জোরদার করেছে। মাঠ পর্যায়ে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। অপরাধী যেই হোক তাঁদের ছাড় নেই।

গত শনিবার (২৭ আগস্ট) সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

সংঘর্ষ চলাকালীন পুলিশের গাড়ি ভাঙচুর করায় বিএনপির ৯৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।