বিএমপির মাস্টার প্যারেডের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

এ সময় তিনি বিএমপির সদস্যগণকে পেশাদারত্ব বজায় রাখতে এবং নিয়মিত প্যারেডে অংশ নিতে নির্দেশনা দেন।

বিএমপির উপকমিশনার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম; উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপকমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার); উপকমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের; উপকমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের; অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) রুনা লায়লা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং বিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্যারেডে উপস্থিত ছিলেন।