বিএমপির মাসিক কল্যাণ সভার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা রোববার (৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।

সভার শুরুতে গত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত নেন বিএমপি কমিশনার।

এ ছাড়া পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তিনি।

এ সময় বিএমপিতে কর্মরত টিএসআই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল মো. আ. সালামকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপপুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।