সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।

সভার শুরুতে মার্চ মাসের অপরাধ চিত্রের সঙ্গে এর আগের মাসের চিত্র তুলনা করেন বিএমপি কমিশনার। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।

এ ছাড়া মামলা তদন্ত, পরোয়ানা তামিল বাড়ানো, মাদক জব্দ, চুরি, দস্যুতা, ইভ টিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতনসহ সমসাময়িক সমস্যা সমাধানে নির্দেশনা দেন তিনি।

সভায় অংশ নেওয়া পুলিশ সদস্যগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার মো.জাকির হোসেন মজুমদার পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।