কনস্টেবল মো. কামরুল ইসলামের হাতে সম্মাননা সনদপত্র তুলে দিচ্ছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কনস্টেবল মো. কামরুল ইসলামের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে গত ৭ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে তাঁর হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন আইজিপি।

কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভালো আচরণসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক ১৮টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন এই পুলিশ সদস্য।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর সঙ্গে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কয়েকজন পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খাঁন, বিপিএম (বার), অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, বিপিএম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।