পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে ২০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (২৫ মে) রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন কলাডেমা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার মো. রবিউল হাওলাদার (২৮) ও মো. আজিজুল হাওলাদার (৩২)।

এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র মজুমদার জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।