বিএমপির উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএমপির উপকমিশনার উত্তর কার্যালয়ের সম্মেলনকক্ষে শনিবার বেলা ১১টার দিকে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা।
ওই সময় তিনি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করেন। পর্যালোচনাকালে জাকির মজুমদার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) শেখ মো. সেলিম, সহকারী কমিশনার (কাউনিয়া/এয়ারপোর্ট জোন) রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ট্রাফিক/ফাইন্যান্স) মো. খলিলুর রহমানসহ উত্তর বিভাগের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।